কাশ্মীর ইস্যুতে চীনের মন্তব্য নিয়ে ভারতের সমালোচনা

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ১২:৫৩  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ১২:৫৩

পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর ইস্যুতে চীনের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের বিষয়গুলো সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। চীনসহ অন্যান্য দেশের এ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন তাদের মনে রাখা উচিত, ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে মতামত ব্যক্ত করে না।

মঙ্গলবার ইসলামাবাদে ওআইসি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কাশ্মীরে আমরা আবার আমাদের অনেক মুসলিম বন্ধুর আহ্বান শুনতে পাচ্ছি। চীনও তাদের সেই আশার সঙ্গে সহমত পোষণ করে। এরপরই বুধবার চীনের কড়া সমালোচনা করেছে ভারত।

কৌশলগত কারণে চীন বরাবরই জম্মু ও কাশ্মীর বিষয়ে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ভারতও সব সময়ই কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানের সমালোচনা করে এসেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত