‘রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের বড় উস্কানিদাতা যুক্তরাষ্ট্র’, কড়া ভাষায় বলল চীন
রাশিয়া ও ইউক্রেনের চলমান দ্বন্দ্ব যুদ্ধের দায় যুক্তরাষ্ট্রের ওপর দিয়েছে চীন।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেশ কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধাতে সবচেয়ে বড় উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পূর্ব ইউরোপে ন্যাটোর পরিধি বাড়াতে বাড়াতে রাশিয়াকে কোণঠাসা করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়া বাধ্য হয়ে হামলা করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে ঝাও লিজিয়ান বলেন, ইউক্রেন সমস্যার প্রধান উস্কানিদাতা ও অপরাধী যুক্তরাষ্ট্র ১৯৯৯ সালের পর গত দুই দশকে ন্যাটোকে দিয়ে পূর্ব দিকে পাঁচবার পরিধি বাড়িয়েছে।
তিনি আরও বলেন, ন্যাটোর সদস্য ১৬ থেকে ৩০ হয়েছে। আর তারা পূর্ব দিকে রাশিয়ার সীমান্তের কাছে ১ হাজার কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।
তাছাড়া রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমাদেশগুলো যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে এটিরও তীব্র সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে সমস্যা সমাধানে বিশ্বাস করে না চীন।
এদিকে পশ্চিমারা চীনকে বার বার তাগাদা দিচ্ছে ইউক্রেনে হামলা করার জন্য তারা যেন রাশিয়ার সমালোচনা করে। কিন্তু চীন সমালোচনা না করে জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।
এদিকে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত