ইউক্রেনের সেই দাবি নাকচ করে যা বলল রাশিয়া

| আপডেট :  ০৪ এপ্রিল ২০২২, ১২:১০  | প্রকাশিত :  ০৪ এপ্রিল ২০২২, ১২:১০

 

ইউক্রেনের কিয়েভের কাছে বুচা শহরের রাস্তায় হাত বাঁধা বেসামরিক নাগরিকের লাশ পাওয়ার পর রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছে ইউক্রেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ নাকচ করে দিয়ে একে ইউক্রেনের ‘সর্বশেষ উস্কানি’ বলে মন্তব্য করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরটি দখল করার সময় কোনো স্থানীয় বাসিন্দাই সহিংসতার শিকার হয়নি। রাশিয়ান বাহিনী ৩০ মার্চ ওই শহর ছেড়ে চলে যায় বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া ওই রাস্তার ছবি ও ভিডিও ফুটেজ ‘কিয়েভ সরকারের সর্বশেষ জালিয়াতি’ বলেও জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিয়েভের কাছে বুচা শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার একটি ট্যাংক ও সাঁজোয়া বহর ইউক্রেনীয় বাহিনীর অ্যামবুশে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়।

ইউক্রেনীয় বাহিনীর এরকম আরও অনেক প্রতিরোধ হামলায় রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যায়। পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর ওই এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী।

রুশ সৈন্যদের শেষ দলটি গত শুক্রবার বুচা থেকে সরে যাওয়ার ওই শহরের শুধুমাত্র একটি রাস্তাতেই পড়ে ছিল অন্তত ২০ জন বেসামরিক নাগরিকের মরদেহ।

এসব মরদেহের হাত পেছন দিক দিয়ে বাঁধা ছিল এবং মরদেহ গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।

কারো কারো মরদেহ পড়েছিল রাস্তায় মাঝে। একজনের মরদেহ পাওয়া গেছে বাড়ির সামনে। দুইজনের মরদেহের পাশে পড়েছিল তাদের সাইকেল।

যদিও তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে একজনের মাথায় গভীর ক্ষত পাওয়া যায়।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাজধানী কিয়েভ দখল করতে চেষ্টা চালায়। কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। এরপর কিয়েভ দখল করার পরিকল্পনা বাদ দিয়ে এখন তারা সরে যাচ্ছে।

এরপরই বের হয়ে আসছে যুদ্ধের ভয়াবহতা।

এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, যে ২০ জনের মরদেহ পাওয়া গেছে তাদের সবাই বেসামরিক পোশাকে ছিলেন। সাধারণ ইউক্রেনীয়রা যে পোশাক পড়েন সে পোশাকই ছিল তাদের গায়ে।

এদিকে, ওই মরদেহ পাওয়ার পর পশ্চিমা বিশ্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত