‘বেঁকে’ বসতে পারেন জেলেনস্কি!

| আপডেট :  ০৫ এপ্রিল ২০২২, ১২:৪৮  | প্রকাশিত :  ০৫ এপ্রিল ২০২২, ১২:৪৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বুচা শহর পরিদর্শনে গিয়েছিলেন।

দাবি ওঠেছে, রাশিয়া এই বুচা শহরে অসংখ্য বেসামরিক সাধারণ লোককে নির্বিচারে হত্যা করেছে।

বুচার বেশ কয়েকটি ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ছবিতে দেখা যায় পেছন দিক দিয়ে হাত বাঁধা বেশ কয়েকটি মরদেহ রাস্তায় পড়ে আছে।

আর বুচায় গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জানিয়েছেন, এমন চিত্র দেখার পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া বেশ কঠিন।

এ ব্যাপারে জেলেনস্কি গণমাধ্যমকে বলেন, এখানে (বুচায়) তারা যা করেছে তা দেখার পর শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি অনেক কঠিন হবে।

তিনি আরও বলেন, এগুলো দেখাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী কেমন। তারা মানুষদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া আলোচনার ক্ষেত্রে যত দেরি করবে পরিস্থিতি ততই খারাপ হয়ে যাবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবার রাজধানী কিয়েভ ছেড়ে অন্য শহরে যান প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বুচা শহর ছেড়ে রুশ সেনারা চলে গেলেও জেলেনস্কি শহরে এসেছিলেন কঠোর নিরাপত্তার মধ্যে। তার আশপাশে ভারী অস্ত্রসস্ত্র নিয়ে সারাক্ষণ অবস্থান করে সেনা সদস্যরা।

সূত্র: সিএনএন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত