বানারীপাড়ায় ছয় দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী শর্মি

| আপডেট :  ২৮ মে ২০২১, ১১:২৮  | প্রকাশিত :  ২৮ মে ২০২১, ১১:২৮

বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী শর্মি মিস্ত্রী (১৭) গত ছয় দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। সে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ব্যবসায়ী ফণি মিস্ত্রীর একমাত্র মেয়ে।

জানা গেছে, রবিবার (২৩ মে) সন্ধ্যায় শর্মি তাদের বাড়ির সামনের রাস্তায় বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। সে স্বেচ্ছায় কারো সঙ্গে কোথাও চলে গেছে নাকি অপহৃত হয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান, শর্মির নিখোঁজ রহস্য উদঘাটন ও তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত