মুসলিমবিরোধী পোস্ট দেয়ায় বিজেপির স্থানীয় নেতা গ্রেপ্তার
নূপুরকাণ্ডের তোলপাড় ভারত ও মুসলিম বিশ্ব। তার ওপর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আরেক যুব নেতা মুসলিম বিরোধী পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর দায়ে কানপুর শহরের পুলিশ বিজেপির ওই যুবনেতা শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, গত সপ্তাহে নূপুর শর্মা ও নবীন জিন্দাল আলাদাভাবে মহানবী (স.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে প্রচণ্ড কূটনৈতিক চাপে রয়েছে ভারত। কিন্তু শ্রীবাস্তব এর মধ্যেই মুসলিম বিরোধী মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা প্রশান্ত কুমার বলেছেন, মুসলিমদের বিরুদ্ধে জ্বালাময়ী মন্তব্যের জন্য স্থানীয় একজন রাজনীতিককে আমরা গ্রেপ্তার করেছি। একই সঙ্গে কানপুরে উত্তেজনা সৃষ্টির পর কমপক্ষে ৫০ জনকে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ বিষয়ে শ্রীবাস্তব বা তার আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত