ত্রান চাইনা স্থায়ী বেড়িবাঁধ চাই, মানববন্ধনে কলাপাড়াবাসী

| আপডেট :  ২৯ মে ২০২১, ১১:৪৪  | প্রকাশিত :  ২৯ মে ২০২১, ১১:৪৪

ইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কলাপাড়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্দী অবস্থায় থাকা ভুক্তভোগী পরিাবরের সদস্যরা।

শনবিার (২৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া পূর্বসোনাতলা গ্রামের মধ্যগ্রাম বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে তাদের গ্রাম প্লাবিত হয় অহরহ। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক যোগে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে আল আমিন নামের একব্যক্তি বলেন, সিডরের সময় পানিতে ডুবে আমার দুই বোন মারা গেছে। আমরা আর কোন আত্মীয়-স্বজন হারাতে চাইনা। আমরা ত্রানও চাইনা স্থায়ী বেড়িবাঁধ চাই।

আমেনা বেগম বলেন, ইয়াস শুরু হওয়ার পর থেকেই জোয়ারের পানিতে সব ডুবে গেছে। চুলায় আগুন জালাতে পারি নাই শুকনো খাবার খাইয়ে কোনমতে বেচে আছি । আমরা সরকারের কাছে স্থায়ী বেড়িবাঁধ চাই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত