পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দল বিক্ষোভ

| আপডেট :  ২০ জুলাই ২০২২, ০৬:১১  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২২, ১১:০৮

পটুয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ‘ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দল। ওই বক্তব্য প্রত্যাহার করে মন্নাফীকে তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বুধবার (২০ জুলাই) ১টার সময় পটুয়াখালী জেলা বিএনপির পার্টি অফিসে এ সভায় আবু আহমেদ মন্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ আখ্যা দেন।
মন্নাফী বলেন, ‘সে (তারেক) বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাঁকে কোনো দিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর জিব কর্তন করবে।’

মন্নাফীর এই বক্তব্যের প্রতিবাদে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিলন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এনাএতউল্লা (মোহন) আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।

পরে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিলন হোসেন বাঙলার জাগরণ কে বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই শিষ্টাচার বিষয়টি অনুপস্থিত। মন্নাফী যদি তাঁর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসী ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজপথে এর জবাব দেবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত