বিদ্যালয়ে অনুপস্থিত থাকাটাই যেন শিক্ষিকার পেশা

| আপডেট :  ২০ জুলাই ২০২২, ০৭:১৯  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২২, ০৭:১৯

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১৭ নং বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা হেপী আক্তার দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে । অনুপস্থিতি থাকাটাই যেন হেপী আক্তারের পেশা।

অনুসন্ধানে জানা যায় তিনি এই বিদ্যালয়ে আসার আগে পাংঙ্গাসিয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ছিলেন। সেখানেও তিনি অনুপস্থিত থাকতেন। এই বিদ্যালয়ে আসার পর থেকে দীর্ঘদিন করোনা থাকায় বিদ্যালয় বন্ধ থাকে।করোনা মহামারী কাটিয়ে বিদ্যালয় খুললেও এখন পর্যন্ত তিনি অনুপস্থিত ।এছাড়াও এর আগে দুটি মাতৃত্বকালীন ছুটি সহ সকল ছুটিই তিনি ভোগ করেছেন।

এ বিষয় জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম বলেন, ” করোনা পর থেকেই তিনি অনুপস্থিত। প্রথমে কিছু দিন সিএল ছুটি কাটিয়েছেন। এর পরে তিন মাস মেডিকেল ছুটি কাটিয়েছেন। তার পর থেকে অনুপস্থিত তিনি। তার সাথে (হেপী) কথা হলেও কবে বিদ্যালয়ে আসবে সে ব্যাপারে কিছু বলেন নাই।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জোবায়দুল হাসান বলেন, ” আমরা তার ব্যাপারে সবাই অবগত আছি। আমরা শিক্ষা অফিসে একাধিক বার অভিযোগ জানিয়েছি।”

দুমকী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন বলেন,” আমরা অভিযোগ তদন্ত করে দেখব। স্কুল থেকেও আমাদের সাথে যোগাযোগ করছে এ ব্যাপারে। আমরা তার মেডিকেল সার্টিফিকেট যাচাই করে দেখব। আমারা তার বেতন ভাতা সাময়িক বন্ধ করে রেখেছি।”

মুঠোফোনে হেপী আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন সাংবাদিকদের সাথে এবিষয়ে কথা বলতে রাজি না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত