ফেনীতে শিক্ষার্থীকে ফুসলিয়ে তুলে নেওয়ার অভিযোগ

| আপডেট :  ২০ জুলাই ২০২২, ০৯:২৮  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২২, ০৯:২৮

ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরামের কবি শামসুন নাহার মাহমুদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আলাউ্দ্দিন নামের এক রাজমিস্ত্রীর বিরুদ্ধে। শিক্ষার্থীর মা জেসমিন আক্তার বাদী হয়ে পৌর এলাকার বেড়াবাড়িয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন(২৩) এর বিরুদ্ধে পরশুরাম থানা অভিযোগ দায়ের করছেন।

পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করতে একাধিক স্থানে অভিযান চালিয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার (১৫) প্রতিদিনের মত রবিবার (১৭জুলাই) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৯ টার দিকে ঘর থেকে বেরিয়ে যান কিন্তু স্কুলে উপস্থিত হননি।

রবিবার স্কুল ছুটির পর বিকেলেও লিজা বাড়িতে না ফেরায় লিজা আক্তারের পরিবার আত্মীয় স্বজনের বাড়িসহ চারদিকে খোঁজাখুঁজি শুরু করে কোথাও খুঁজে না পেয়ে রবিবার রাত নয়টায় শিক্ষার্থীর মা বাদী হয়ে পরশুরাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত