পরশুরামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

| আপডেট :  ২১ জুলাই ২০২২, ১১:৩৬  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২২, ১১:৩৬

পরশুরাম (ফেনী) প্রতিনিধি, ইসমাইল হোসেন ফরিদ: পরশুরামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার(২০জুলাই) পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার, উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম শাহ আলম ভুইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অজিৎ কুমার দাস।
পরশুরাম উপজেলা সমাজসেবা অফিসার মোশারফ হোসেন জানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যক্তি এবং বিলোনিয়ার ভাটিয়াল নামের একটি সংগঠনের মাঝে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এক লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত