ভালুকায় ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার লুট, আহত ২
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় দোকানের মালিকসহ দুই জন আহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের বাসস্টেন্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮ টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাতাতরা। পরে আহত অবস্থায় প্রদীপ জুয়েলার্সের মালিক অধির কর্মকার ও শাহিন মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ওসি তদন্ত জাহাঙ্গীর আলম আরও বলেন, ককটেল ফাটিয়ে জুয়েলারী দোকানের ডাকাতির পর পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, কি পরিমান জুয়েলারী ডাকাতি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত