ফেনীর পরশুরামে বিদ্যুৎতের লোডশেডিংয়ের সময়সূচি
ইসমাইল হোসেন ফরিদ (ফেণী) পরশুরাম প্রতিনিধি: পরশুরামে ১২ ঘন্টা লোডশেডিং সময়সূচি প্রকাশিত হয়েছে। সকল এলাকায় ২৪ ঘন্টায় এক ঘন্টা পর পর নূন্যতম ১২ ঘণ্টা করে লোডশেডিং থাকবে।
বিদ্যুৎ সময়সূচিঃ
দুপুর -১টা থেকে ২টা পযর্ন্ত, বিকাল – ৩ টা থেকে ৪ টা পযর্ন্ত, বিকাল- ৫ টা থেকে ৬ টা পযর্ন্ত, সন্ধ্যা -৭টা থেকে ৮ পযর্ন্ত, রাত – ৯ টা থেকে ১০ পযর্ন্ত, রাত – ১১ টা থেকে ১২ পযর্ন্ত, রাত – ১ টা থেকে ২ পযর্ন্ত, রাত -৩ টা থেকে ৪ পযর্ন্ত, ভোর- ৫টা থেকে ৬ টা পযর্ন্ত, সকাল- ৭ টা থেকে ৮ পযর্ন্ত, সকাল – ৯ টা থেকে ১০টা পযর্ন্ত,,,,
প্রতি ১ ঘন্টা পরপর বিদ্যুৎ চলে যাবে, ২৪ ঘন্টা মধ্যে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকবে, ও ১২ ঘন্টা বিদ্যুৎ থাকবে না,,,
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত