তিন মাসে দ্বিতীয়বার অর্থনৈতিক সংকোচন, যুক্তরাষ্ট্রে মন্দার শঙ্কা তীব্র

| আপডেট :  ২৯ জুলাই ২০২২, ১২:০৪  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২২, ১২:০৪

টানা তিন মাসে দ্বিতীয়বারের মতো সংকোচনের মুখে পড়েছে মার্কিন অর্থনীতি। এপ্রিল ও জুনের মধ্যে টানা দ্বিতীয় ত্রৈমাসিকের এই সংকোচনের ফলে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার শঙ্কার আরও বেড়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বছরের প্রথম তিন মাসে বড় হ্রাসের পর দ্বিতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বার্ষিক হারে ০ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

সাধারণত টানা তিন মাসে দ্বিতীয়বারের মতো সংকোচনকে একটি অর্থনৈতিক মন্দা চলার শক্তিশালী সংকেত হিসেবেই মনে করা হয়। আর বিশ্বের সবচেয়ে বৃহত্তম অর্থনীতির এই মন্দার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলার পাশাপাশি রয়েছে বৈশ্বিক পরিণতিও।

প্রথম ত্রৈমাসিকে ১ দশমিক ৬ শতাংশ সংকোচনের পর দ্বিতীয় ত্রৈমাসিকে সব পর্যায়ে সরকারি ব্যয় কমানো হয়।

এছাড়া করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তাই কারণেই মার্কিন অর্থনীতিকে লড়তে হচ্ছে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির সঙ্গে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, মার্কিন অর্থনীতিতে মন্দা নেই, সেই ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। পোড় খাওয়া ডেমোক্রাট বাইডেনের অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রমাণ হিসেবে সমালোচকরা এখন এই প্রতিবেদন নিশ্চিতভাবেই সামনে আনবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত