জাজিরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২২ বিজয়ীদের পুরস্কার প্রদান
রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি: শরীয়তপুর জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার বিকেল তিনটায় সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২২, উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল খেলায় জাজিরা হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ী হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত