বগুড়ার ধুনটে রাতের আধারে রোপনকৃত ৭০টি গাছের চারা উত্তোলন

| আপডেট :  ৩০ জুলাই ২০২২, ০৬:১৬  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২২, ০৬:১৬

সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশী গ্রামের এক কৃষকের পৈত্রিক সম্পত্তিতে রোপণকৃত ৭০টি গাছের চারা রাতের আধারে উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের চিকাশী গ্রামের মৃতঃ হযরত আলীর ছেলে কৃষক মোঃ আব্দুর রউফ দীর্ঘদিন যাবত বাব-দাদার প্রত্যেক সম্পত্তি ভোগ দখল করে আসছে। যাহার জে,এল,নং ৩৪ খতিয়ান এম, আর,আর নং ৫৬৮ দাগ নং ৮৮২/ ১৫২৩ ধানী মোট ৩৪ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসিতেছে। ৩৪ শতক জমি মধ্যে ৬ শতক জমিতে ইউকালেক্টর বেলজিয়াম আকাশমনি মোট ৭০ টি গাছের চারা গত ২৯ জুলাই শুক্রবার দুপুরে রোপণ করেন। তাহার জমির রোপণকৃত ৭০ টি গাছের চারা শনিবার (৩০ জুলাই) ভোর রাত অনুমান সাড়ে ৪ টার সময় চিকাশী ইউনিয়নের সুলতানহাটা গ্রামের মৃতঃ আজিজার রহমান এর ছেলে মোঃ দুলাল সরকার (৫৭) মৃত হবি সরকারের ছেলে খালেক সরকার (৪০), লাল মিয়া সরকার (৩৫) আবু কালাম সরকার (২৮) আমার বাব- দাদার প্রত্যেক সম্পত্তি রোপণকৃত ৭০টি গাছের চারা তুলে নষ্ট করে ফেলে আমার ৭হাজার টাকার ক্ষতি সাধারণ করে। ক্ষতিগ্রস্ত কৃষকমোঃ আব্দুর রউফ শনিবার (৩০ জুলাই) দুপুরে দুলাল সরকারসহ ৪ জুনকে আসামী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রউফের অভিযোগ টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত