তৃণমূল আ.লীগকে সুসংগঠিত করার লক্ষে মির্জানগর ইউনিয়নে মতবিনিময় সভা

| আপডেট :  ৩১ জুলাই ২০২২, ০৯:২০  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২২, ০৯:২০

ইসমাইল হোসেন ফরিদ (ফেনী) প্রতিনিধি: তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পরশুরাম উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব এনামুল করিম মজুমদার বাদল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন মজুমদার, ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, এবং ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুজ্জামান ভুট্টো, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ভুঁইয়া,পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মহিম, আরো উপস্থিত ছিলেন, মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো কামাল, বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন, সাধারণ সম্পাদক মো শরিফসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত