ধুনটে ছাত্রদল নেতাকে মারপিট, চেক বই, মোবাইলসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ
সুমন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মারপিট করে চেক বইয়ের দুটি পাতা, মোবাইলসহ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাসুদ রানা (৩৫) নামের এক ছাত্রদল নেতা। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও বগুড়া জেলা ছাত্রদলের সহ সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টায় ধুনট বাজার থেকে বাসার উদ্দেশ্য রওনা হয় বগুড়া জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা। পথিমধ্যে উপজেলা পৌরসভার অফিসার পাড়া এলাকায় খাদ্য গুদামের কাছে পৌছুলে ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি মাসুদ রানাকে মারপিট করে। এর এক পযার্য়ে আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে অজ্ঞাতনামা ব্যক্তিগণ মাসুদ রানার কাছ থেকে ৫৭ হাজার টাকা,মোবাইল ফোন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একাউন্ট চেক বইয়ের দুটি পাতা যথাক্রমে ০৬০৪২৫২,০৬০৪২৫৩ ছিনিয়ে নেয়। ঘটনার সময় চিৎকারের কারনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অজ্ঞাতনামা ব্যাক্তিগণ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
ঘটনায় আহত মাসুদ রানা বলেন, ঘটনার পর আমি ধুনট হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শে গত ২৫ জুলাই সোমবার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
থানার এসআই মোস্তাফিজ আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগে বিবাদীগণ অজ্ঞাতনামা হওয়ায় তাদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত