ত্রিশালে থ্রি-হুইলার চলাচল নিষেধাজ্ঞা

| আপডেট :  ০১ আগস্ট ২০২২, ১২:৫০  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২২, ১২:৫০

ময়মনসিংহ প্রতিনিধি: ঢাকা ময়মনসিংহ মহাসড়ের ত্রিশাল অংশে সব ধরণের থ্রি-হুইলার চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

রবিবার (৩১ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জানের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেনসহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে যে সকল সিদ্ধান্ত নেয়া হয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ। ত্রিশাল অংশে ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মান করা। মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মাণ সহ এই অপরাধ পুনরায় সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত।মহাসড়কের অবৈধ বাজার ও দোকান পাট উচ্ছেদ করা। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত গৃহণ। ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে ০২ দিন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত করা। ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা রোডে বাসস্টেন্ড নির্মানের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত