তেল কম দেওয়ার অভিযোগে পাম্পে যুবকের অবস্থান
মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে একটি ডিপোর সামনে আট ঘণ্টা ধরে অবস্থান করেছেন এক যুবক।
‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে সোমবার বেলা ১১টা থেকে এ অবস্থান নেন শেখ ইশতিয়াক আহমদ নামে বেসরকারি ব্যাংকের এ কর্মকর্তা।
বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা জানান, তার বাসা শ্যামলীর আদাবরে। সেখান থেকে সকাল ১০টার দিকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন নেন। সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী তাকে পিছে আসতে বলেন। এসময় তিনি বুঝতে পারেন, তাকে তেল দিতে কারসাজি করা হয়েছে। ৫০০ টাকার ভাউচার পেলেও তেল পাননি।
তার অভিযোগ, মোটরসাইকেলের রিজার্ভেও তেল না থাকায় তিনি ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বলেন। কিন্তু তারা তার দাবিকে পাত্তা দেয়নি। এরপর বেলা ১১টা থেকে ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তিনি।
ইসতিয়াক বলেন, তারা (সোহরাব সার্ভিস স্টেশনের কর্তারা) আমাকে বলেছে, তাদের ভুল হয়েছে। আমার সঙ্গে যারা তেল নিতে এসেছিল, তাদের অনেকেই জানিয়েছে এমনটা প্রতিদিনই হয়। আমি কিছু করলে তারা আমার সঙ্গে থাকবেন বলেও জানিয়েছেন। আমি চাই, বাংলাদেশের আর কোনো মানুষ যাতে এভাবে প্রতারিত না হয়। বিষয়টি প্রতিদিন হচ্ছে। আমরা নাগরিকরা যাতে আরও সচেতন হই, আমরা যেন অধিকারগুলো আদায় করে নিতে পারি; সেজন্যই আমার এখানে দাঁড়ানো।
এদিকে পাম্পে তেল কম দেওয়ায় প্রতিবাদী ইশতিয়াকের সঙ্গে যোগাযোগ করেছে ভোক্তা অধিদপ্তর। কাল অধিদপ্তরে যাবেন তিনি।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ইসতিয়াক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আগামীকাল সকালে ভোক্তা অধিকার কার্যালয়ে এসে অভিযোগ দেবেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত