বাবাকে মেরে ফজরের সময় মাইকে প্রচার করতে বলে ইমামকে

| আপডেট :  ০২ আগস্ট ২০২২, ০১:৪৩  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২২, ০১:৪৩

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছে‌লের বিরুদ্ধে। বাবাকে খুন করেই থেমে থাকেনি পাষণ্ড ছেলে। স্থানীয় একটি মসজিদে গিয়ে বাবাকে খুনের বিষয়টি মাইকে প্রচার করার জন্য ইমামকে জানায়।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁছ চারান রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পু‌লিশ ছেলেকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। অভিযুক্ত ছেলের নাম রাশেদ মিয়া (৩০)।

নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরাতন বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই ভাতিজা পাগল হয়ে আছে।

আরও পড়ুন: তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে, পানি বিপৎসীমার ওপরে (ভিডিও)

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গত ৫ বছর ধরে ছেলে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল। পরে ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমামকে বলে- আপনি মাইকিং করে দেন আমি আমার বাবাকে খুন করেছি। পরে আমরা নিহত আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার। তার বাবা বেশিদিন বাঁচবে না এজন্য বাবাকে বলেছে যে তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত