কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় ৫০ জনের প্রাণহানি
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে বলে সোমবার আলজাজিরা জানিয়েছে।
দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত