দুমকিতে আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি- জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট (বুধবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের নেতৃত্বে বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান শিকদার, মোঃ আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, গাজী নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী মৃধা, মো: আবুল হোসেন,দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আজহার আলী মৃধা, যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, শ্রমিক লীগ সভাপতি খন্দকার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদার প্রমুখ। এ সময় শ্রীরামপুর, মুরাদিয়া, আঙ্গারিয়া, লেবুখালী ও পাংগাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ পৃথক পৃথক ব্যানার নিয়ে মিছিলে অংশ গ্রহণ করে। প্রতিবাদ মিছিল শেষে বাদ জোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরতলা বাজার জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও মানব ভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত