সিরিজ বোমা হামলার প্রতিবাদে কচুয়া উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

| আপডেট :  ১৭ আগস্ট ২০২২, ০৯:৫৯  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২২, ০৯:৫৯

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল। এসময় কচুয়া উপজেলার যুবলীগের সভাপতি নজমুল আলম সপন ও সাধারন সম্পদক জালাল হোসেন এর নেতৃত্বে কচুয়া উপজেলার সকল ইউনিয়নে যুবলীগের নেতা কর্মীরা কালো পতাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়।

মিছিলটি পৌরসভা থেকে শুরু হয়ে বিশ্বরোড আকানিয়া মাছিমপুর হয়ে কচুয়া বাজারে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব দেন। কচুয়া পৌরমেয়র ও যুবলীগের নেতা নাজমুল আলম সপন বলেন ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি জামাত জোট সরকারের সময় এক সাথে ৬৩ টি জেলায় ৪৩৪ টি স্থানে সিরিজ বোমা হামলা চালায়।

এ সময় আওমীলিগের অসংখ্য অসংখ্য নেতাকর্মী আহত হয়। ঐ সময় দেশে আতঙ্ক সৃষ্টি করে। বিগত কয়েক বছর তারা চুপ থাকলেও এখন তারা মাথাচাড়া দিয়ে উঠতেছে।

যুবলীগের সাধারন সম্পদক শাহজালাল প্রধান বলেন জামাত বিএনপি যারা এখন ২০০৫ সালের মতো ঘটনা ঘটাতে চাইলে তাদেরকে যুবলীগ প্রতিহত করবে।বিএনপি জামাত জোট যেন আর আগের মতো অরাজকতা সৃষ্টি না করতে পারে সে বেপারে কচুয়া উপজেলার যুবলীগের সকল নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহবান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত