পরশুরামের মির্জানগর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

| আপডেট :  ১৮ আগস্ট ২০২২, ০৮:২৫  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২২, ০৮:২৫

পরশুরামের মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১নং মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচানা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ফেনী জেলা পরিষদের আলহাজ্ব খায়রুল বাসার তপন মহোদয়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান ভুট্টো সাহেব বক্সমাহামুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল গফুর সাহেব ,
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মহিম, পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী মনছুর, পরশুরাম উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল,১নং মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সহ, নেতৃবৃন্দ, আলোচনা সভায় দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত