তেরখাদাই বাল্যবিয়ের দায়ে দুপক্ষকে জরিমানা

| আপডেট :  ১৯ আগস্ট ২০২২, ০২:০৮  | প্রকাশিত :  ১৯ আগস্ট ২০২২, ১১:০৩

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে দুপক্ষকে কারাদণ্ড ও জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারাসাত ইউনিয়নের ইখরি চরপাড়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মুহূর্তে কন্যার পিতা ও পাত্রের পিতা বর কনেকে নিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে বিয়ের কনে (আদরি খাতুন ১২) মাতা খুকুমণি ও পাত্রের (শাহিন আহমেদ২১)এর খালাতো ভাই আলম কে পাওয়া যায়।

পরবর্তীতে ১২ বছর বয়সী আদুরী খাতুনের বাল্য বিবাহ আয়োজনের অপরাধে “বাল্যবিবাহ প্রতিরোধ আইনে”কন্যার মাতা খুকুমণিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং পাত্রের খালাতো ভাই আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, তেরখাদা থানার এসআই মোঃ মনিরুজ্জামান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন”বাল্যবিবাহ মুক্ত তেরখাদা গড়তে এ অভিযান চলমান থাকবে।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত