কচুয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী`র বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
লোকনাথ সরকার ,কচুয়া প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম আবির্ভাব তিথীতে শুভ জন্মাষ্টমীর উপলক্ষে কচুয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে কচুয়ার সকল সনাতন হিন্দু ধর্মলম্বীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। কচুয়া পৌরভবনের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়, এই সময় মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
এসময় ইউএনও মো. নাজমুল হাসান,কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবং মঙ্গল শোভাযাত্রাটি কচুয়া বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন হয়ে কড়ইয়া মন্দিরে মিলিত হয়।
র্যালি শোভাযাত্রা শেষে কড়ইয়া কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় আলোচনা সভা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত