পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

| আপডেট :  ২৫ আগস্ট ২০২২, ০৮:৪৮  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২২, ০৮:৪৮

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আক্তার আহমদ, রাফিউল কাদের রাফি ও মোহাম্মদ জাহেদুল ইসলাম ৩৯জন বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি হিসেবে ওমান প্রবাসী জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে সৌদি আরব প্রবাসী ইব্রাহিম খলিলকে নির্বাচিত করা হয়। গতকাল এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লোকমান (দুবাই), সহসভাপতি মোহাম্মদ শোয়াইব (সৌদি আরব), মোহাম্মদ ইউনুছ (ওমান), মোহাম্মদ নুর (ওমান), মো. আব্দুর রশিদ (সৌদি আরব), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোবাইব (ওমান), রশিদ খান (দুবাই), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম রাজু (সৌদি আরব), সহ সাংগঠনিক সম্পাদক আনিছুল ইসলাম (ওমান), আলমগীর (ওমান), হাসান জিয়াবুল (ইতালি), মেহেদী হোসাইন বাহাদুর (সৌদি আরব), প্রচার সম্পাদক মিজানুর রহমান (কাতার), সহপ্রচার সম্পাদক নেজাম উদ্দিন নাহিদ (সৌদি আরব), যুগ্ম প্রচার সম্পাদক আক্তার হোছাইন (ওমান), অর্থ সম্পাদক আহমেদ হোছাইন (দুবাই), সহ অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম (ওমান), যুগ্ম অর্থ সম্পাদক মো. সাইফুল রকি (সৌদি আরব), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (মালয়েশিয়া), যুগ্ম দপ্তর সম্পাদক মো. শাহাজাহান সামি (লিবিয়া), সহ দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের (ওমান), ধর্ম বিষয়ক সম্পাদক হেফাজ উদ্দিন (দুবাই), সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফোরকান (সৌদি আরব), প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আমিন (সৌদি আরব), সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মো. মিনহাজ (সৌদি আরব), ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ রেজা (ইতালি), সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (সৌদি আরব), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল হোছাইন (সৌদি আরব), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাবিব (লিবিয়া), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রিদুয়ান ইসলাম (সৌদি আরব), সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (সৌদি আরব), সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম (সৌদি আরব), তথ্য প্রযুক্তি সম্পাদক মো. খোরশেদ আলম (মালয়েশিয়া), সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রুবেল (সৌদি আরব), আইটি সম্পাদক মো. হানিফ (সৌদি আরব), দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মনির উদ্দিন (সৌদি আরব) প্রমুখ।

প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা রাফিউল কাদের রাফি বলেন, পেকুয়ার গরীব, অসুস্থ ব্যক্তিদের সহায়তা, এলাকার উন্নয়ন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে প্রবাসীরা। এই প্রবাসীদের একটি ছাতার নিচে আনতে পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতাদের দক্ষ পরিচালনায় সংগঠনটি সমৃদ্ধ হবে এই প্রত্যাশা করছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত