গলাচিপায় কৃষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক কৃষকের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক নুর আলম গাজীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নুর আলম গাজীর ছেলে নাশির গাজী বলেন, বুধবার (৩১ আগস্ট) রাতে আমাদের একটি গরু মারা যায়। পরদিন সকালে আমরা গরুটিকে মাটি দিতে যাই। এ সময় ঘর খালি পেয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

আমাখলো ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি। ইউপি সদস্য ও চৌকিদার ঘটনাস্থলে গেছেন। তবে কীভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

গলাচিপা ফায়ারসার্ভিস কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে বসতঘরে বিদ্যুৎতের সংযোগ থাকলেও বিদ্যুৎ থেকে আগুন লাগেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত