দুমকিতে মাদ্রাসা কর্মচারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অফিস সহকারী মোঃ শাহজাহান তালুকদারের (৫০) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (১েসপ্টোম্বর) সকাল ১১.৩০ মিনিটের সময় মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অত্র মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ও ভুক্তভোগী শাহজাহান তালুকদারের মেয়ে মার্জিয়া আক্তার বলেন, গত মঙ্গলবার অফিস ছুটির শেষে বাড়ি ফেরার পথে লেবুখালির পাগলা সংলগ্ন কাঁঠালতলা নামক স্থানে জমি জমা সংক্রান্ত জেরে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা মজিদ তালুকদার, শহিদ তালুকদার, মিজান তালুকদার, রবিউল, আনিচুর রহমান মনির ও জহিরুল হক ছোটন সহ ৭/৮ জন সন্ত্রাসী আমার বাবার উপর হামলা করেন।

গুরুতর আহতাবস্থায় একই মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন ও স্থানীয়দের সহায়তায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি তার বাবার উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইদুর রহমান, আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোঃ রহমত উল্লাহ, বিএসসি শিক্ষক মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, মানববন্ধনের খবর আমার জানা নাই তবে থানায় অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত