ধুনটে ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান, জেলের বাড়ি থেকে চাল উদ্ধার

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২

সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে শিবা হাওয়ালদার (৫০) নামে এক জেলের বাড়ি থেকে ভিজিডি কার্ডের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শিবা হাওয়ালদার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেচিবাড়ী গ্রামের গৌরচন্দ্র হাওয়ালদারের ছেলে।

উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে শিবা হাওয়ালদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে শিবার বাড়ি থেকে ভিজিডির ২০ বস্তা (৬০০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।

দায়েরকৃত মামলার বাদী ধুনট থানার উপ-পরিদর্শক এস আই অমিত বিশ্বাস বলেন, বাজারে বিক্রির জন্য ভিজিডির চাল বাড়িতে মজুদ করেছিলেন শিবা হাওয়ালদার। জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে অভিযান চালিয়ে ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত