দুমকিতে ইয়াবাসহ যুবক আটক
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মোঃ রুবেল সরদার (২৮) নামক এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় তাকে লেবুখালী পায়রা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ০২/০৯/২২ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় লেবুখালী পায়রা সেতু টোল প্লাজার উত্তর পাশে চেকপোস্ট করা কালীন সময় দুমকি থানার এসআই রাজিব, এসআই সাকায়েত, এসআই উত্তম, এএসআই রুবেল, এএসআই মাসুদ এবং এএসআই আরিফসহ সংগীয় ফোর্স সন্দেহজনক ভাবে তল্লাশি চালিয়ে মো. রুবেল সরদারের বহন করা শপিং ব্যাগ থেকে ৩৭৫৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটককৃত রুবেল সরদার বাউফল উপজেলার কালাইয়া ৪ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মোঃ রশিদ সরদারের ছেলে । তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত