ধুনটে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৮  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৮

বগুড়ার ধুনটে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রোজিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূ।রোজিনা খাতুন হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি মধ্যে পাড়া গ্রামের মোঃ রহিম বক্স এর মেয়ে।

রোববার (৪ই সেপ্টেম্বর) বেলা অনুমান ১১টার সময় রোজিনা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধুনট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা খাতুন বিগত ৭মাস আগে বগুড়ার শেরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মোঃ আজিম খাঁনের ছেলে মোঃ রফিকুল ইসলাম এর সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়।

রোজিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বামী রফিকুল ইসলাম তাহার স্ত্রীকে বিবাহের কিছুদিন পরেই শ্বশুর রহিম বক্স এর বাড়িতে পাঠাইয়া দেন।রোজিনা খাতুনের শ্বশুরবাড়ির লোকজন তাকে আর না নিয়ে যাওয়ায়, স্বামীর প্রতি অভিমান করে রোববার সকালে বাবাব বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ধুনট থানার উপ-পরিদর্শক এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান, রোজিনা খাতুনের আত্মহত্যার বিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তাহার মৃত্যু দেহকে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত