দুমকিতে ৯৫০পিস ইয়াবাসহ ৩ যুবক আটক
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৯৫০ পিস ইয়াবাসহ মোঃ হানিফ ব্যাপারী (২০) মোঃ রনি মৃধা(২১) মোঃ সোহাগ হোসেন(৩০) নামক তিন যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ৩টার সময় তাদেরকে দুমকির চরগরবদীর ফেরীঘাট এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, দুমকি থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ রাজিব, সংগীয় এসআই সাকায়েত,এএস আই রুবেল, এএসআই অসীম,এএসআই আরিফ মঙ্গলবার বেলা সোয়া ৩টার সময় দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে আসামী ১।মো হানিফ বেপারী(২০) পিতা- আলমগীর বেপারী, সাং ডনডনিয়া, ২।মোঃ রনি মৃধা(২১) পিতা দেলোয়ার মৃধা,সাং পশ্চিম লক্ষীপুর, ৩।মোঃ সোহাগ হোসেন(৩০) পিতা- মোঃ বিল্লাল হোসেন,সাং পশ্চিম লক্ষীপুর সর্বথানা- দশমিনা, জেলা- পটুয়াখালী তাদের পরিহিত প্যান্টের পকেটে আলাদা আলাদা(৩০০+৩৫০+৩০০) মোট ৯৫০( নয়শত পঞ্চাশ পিচ) ইয়াবা উদ্ধার করেন।উদ্ধারকৃত ইয়াবার মুল্য-২৮৫,০০০/- টাকা।দুমকি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হইয়াছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত