‘সুসংবাদ’ দিলেন জেলেনস্কি

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭

রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি এটিকে ‘সুসংবাদ’ বলে মন্তব্য করেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব খারকিভ অঞ্চলে সম্ভাব্য অগ্রগতি সম্পর্কে কয়েক দিন ধরে গুঞ্জন শোনা গেছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানায়নি।

প্রেসিডেন্ট জেলেনেস্কি যেসব জায়গা পুনরুদ্ধারের দাবি করেন, সেসব এলাকার নাম বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, নাম বলার সময় এখনো আসেনি।

জেলেনস্কি ‘সুসংবাদ’ বিষয়ে পৃথকভাবে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের অগ্রগতি ধীরগতি কিন্তু অর্থবহ।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি মনে করি প্রতিটি নাগরিক আমাদের সেনাদের জন্য গর্ববোধ করেন।’

এ ছাড়া ইউক্রেনের সামরিক ইউনিট এবং যুদ্ধের ময়দানে থাকা সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিরুদ্ধে জোরালো পাল্টা আক্রমণ নেমেছেন ইউক্রেনীয় সেনারা। খারকিভের দক্ষিণ-পূর্বে আক্রমণ জোরালো করা হয়েছে। পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো থেকে সামরিক সহায়তা পাওয়ায় পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ। গুঞ্জন উঠেছে— যুদ্ধের মাঠে অনেকটা বিপর্যস্ত রুশ বাহিনী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত