রানীর মৃত্যুতে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৫  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৫

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ রানির মৃত্যুতে শোক জানিয়েছেন৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এলিজাবেথ রানির চেয়েও বেশি ছিলেন, তিনি একটি যুগের সংজ্ঞা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের জন্য একটি দুঃখের দিন।

পাকিস্তানের প্রধানমন্তী শাজবাজ শরীফ বলেছেন, কমনওয়েলথ সকল দেশের মতো আমরাও দুঃখিত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের সম্মান এবং ভালোবাসা পেয়েছেন এলিজাবেথ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা কখনো তার স্নেহ ভালোবাসা ভুলব না৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ফান্সের বন্ধু ছিলেন এলিজাবেথ।

এদিকে বৃহস্পতিবার স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ৷ তার ৯৬ বছর বয়স হয়েছিল৷ গত কয়েকদিন বেশ সীমিত হয়ে গিয়েছিল তার চলাফেরা৷ এমনকি রাজকীয় গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দিতে পারেননি তিনি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত