দুমকিতে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বিএনপি আয়োজিত র্যালীতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহতের প্রতিবাদে দুমকিতে আলোচনা সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, মোঃ শামিম হোসেন হাওলাদার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওনসহ ভোলায় ছাত্রদল সভাপতি নুর আলম ও সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আগামীতে গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপি কার্যালয়ের সামনে সড়কে শোক র্যালী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত