আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটি গঠন

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বিতর্কিত অধ্যক্ষের সেই আজিজ আহম্মেদ কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন ক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে দুমকি উপজলা পরিষদ চেয়ারম্যান ডঃ মো. হারুন অর রশীদ হাওলাদারকে সভাপতি করে ৫সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন বিদুৎসায়ী, একজন শিক্ষক প্রতিনিধি, একজন প্রতিষ্ঠাতা ও দাতা ক্যাটাগরির সদস্য এবং প্রতিষ্ঠান প্রধানকে সদস্য সচিব করা হয়।

এডহক কমিটির মেয়াদ চিঠি ইস্যু ৭সেপ্টেম্বর ২০২২ থেকে ৬মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, নানা অনিয়ম-দুর্নীতি, জাল-জালয়াতি ও নারী কেলেংকারীতে জড়িয়ে অধ্যক্ষ আহসানুল হকসহ কলেজ গভর্নিংবডির কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। বিতর্কিত অধ্যক্ষের পক্ষাবলম্বনে কমিটি নিয়েও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অপর দিকে বিতর্কিত অধ্যক্ষের গোপনে অনুগত কমিটি গঠন তৎপরতার বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। আনীত অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ গ্রহনের প্রাথমিক ধাপ হিসেবে এ এডহক কমিটি গঠন করে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত