দুমকিতে মাধ্যমিক পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৯  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর (শনিবার) উপজেলা পর্যায়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল (বালক) ফাইনাল খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঝাটরা জলিশা দ্বিমুখী ফাজিল মাদ্রাসা রানার্স আপ।

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল (বালক) খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঝাটরা জলিশা দ্বিমুখী ফাজিল মাদ্রাসা রানার্স আপ হয়।

এর আগে, ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ান সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ, হ্যান্ডবল (বালিকা) দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ, কাবাডি (বালক) দুমকি একে মডেল মাধ্যমিক চ্যাম্পিয়ান ও সৃজনি বিদ্যানিকেতন রানার্স আপ এবং কাবাডি (বালিকা) রুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়।

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ চত্বর পুকুরে বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। এতে। উপজেলাধীন ৪৬টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিযোগিরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও ক্রীড়া পরিচালনাকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত