যাত্রাবাড়ীতে একটি রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিওসহ)

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২  | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৯

যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার ঘটনাস্থল থেকে জানান, উত্তর যাত্রাবাড়ীর ৯০/২ আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ভিডিও

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত