বাউফলে নৌকার সমর্থক শিক্ষার্থীদের কানধরে ওঠ-বস, ভিডিও ভাইরাল

| আপডেট :  ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩  | প্রকাশিত :  ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৩

পটুয়াখালীর বাউফলে নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের সমর্থক স্কুল শিক্ষার্থীদের বিদ্যালয় ঢুকে বের করে লাইনে দাঁড় করিয়ে কানধরে উঠবস করেছে একই এলাকার বড় ভাই নামের কিশোর গ্যাং গ্রুপ। এ স্কুল শিক্ষাথীদের কান ধরে উঠবসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা সদরে তোলপাড় শুরু হয়।আর এ ঘটনায় নাজিরপুর তাতেকাঠি ইউনিয়নে পরাজিত প্রাথীর কর্মীর ও সমর্থকদের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার ধানদী মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের নিযার্তিত শিক্ষাথীরা জাহেদুল,শাওন,রাজ্জাক,রিফাত জানান, ধানদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীর তারা । নাজিরপুর ইউনিয়ন পরষিদের নিবার্চনে নৌকা মাকার্র প্রাথীর ইব্রাহিম ফারুকের নৌকা মাকার্র উঠান বৈঠক ও শ্লোগান দেয়ার অভিযোগ এনে শুক্রবার সকালে বন্ধুরা মিলে ধানদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলতে গেলে স্থাণীয় বখাটে ও কিশোর গ্যাং তামিমের নেত্তিত্বে সায়েম, শামিম, রাকিব ও বনি আমিন,রাব্বি,জিসান, লাঠিশোটা নিয়ে তাদের বিদ্যালয়ের বারান্দায় ধরে নিয়ে আসে। এক পযার্য়ে ভয় দেখায় তামিম, চিনিসনা আমি এলাকার বড় ভাই, নৌকার সমর্থক করছ কেন,এ সময় তাদের ভয়ভীতি শাষিয়ে কান ধরতে বাধ্য করে কিশোর গ্যাং লিডার তামিম। রাজ্জাক জানান, প্রাণের ভয়ে তারা বেশ লোকজনের সামনে কান ধরে উঠবস করছি।

এ বিষয়ে ধানদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর মোর্শেদ বলেন, বিষয়টি শুনেছি তার বিদ্যায়ের ছাত্রদের অপমান করা হয়েছে । কিন্তু তাদের করার কিছু নেই । এ বিষয়ে পরাজিত প্রাথী ইব্রাহিম ফারুক জানান, শিক্ষাথর্ীদের বাবা-মা নৌকার সমর্থন করায় এলাকা ছাড়া । কিন্তু তাদের এই সন্তানদের উপর অত্যাচার চালাচ্ছে তামিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং।

এ বিষয়ে বিজয়ী এসএম মহসীন জানান, এ ধরণের অপকর্মের সাথে জড়িতেদের কঠিন শাস্তি দাবি করেন তিনি ।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, শিক্ষার্থীদের নিযার্তনের ভিডিওি পেয়েছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত