কুমিল্লায় মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন
কুমিল্লা প্রতিনিধি: মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট” এর কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা মোঃ আবুল কাশেম ১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি পদে দেওয়ান রনি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মওদুদ আহমেদ জিহাদ।
সংগঠনটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর রুবেল, সাংগঠনিক সম্পাদক নোমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুল আরেফিন সুমন, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ খান, আইন বিষয়ক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাহি, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবীব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অনিক চক্রবর্তী, ও প্রবাসী বিষয়ক সম্পাদক ইকবাল আজাদ।
উল্লেখ্য, ২০২০ইং সালে করোনা মহামারির সময় সংগঠনটি পথচলা শুরু করে। এর পর থেকে সংগঠনটি সমাজে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত