ভুটানের বিপক্ষে বাংলাদশের জয়
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাহরাইনের আরাদে আল মোহাররাক স্টেডিয়ামে দাপটের সঙ্গেই খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে লাল-সবুজদের এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। রফিকুল ইসলাম রফিকের বাড়ানো বল থেকে স্লাইডের মাধ্যমে গোল করেন ফরোয়ার্ড নোভা।
৬০ মিনিটে ফরোয়ার্ড শান্তা কুমার লিম্বুর গোলে সমতায় ফেরে ভুটানিজরা। যদিও দমে যায়নি বাংলাদেশ দল। একের পর আক্রমণ চালাতে থাকে নোভা-রফিকুলরা।
নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে ডিফেন্ডার আশরাফুল হক আসিফের গোলে লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তানভীর আহমেদের দল। আনন্দে মেতে ওঠে গ্যালারিতে থাকা প্রবাসী বাঙালিরা।
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ০-০ ব্যবধানে রুখে দেয় রাশেদ আহমেদের শিষ্যরা। ১৪ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে কাতারের ও ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশের যুবারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত