ব্রিটেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪  | প্রকাশিত :  ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মুক্তচিন্তার পক্ষে আন্দোলনকারীরা।

স্কটল্যান্ডের পুলিশ গত কয়েক দিনে দু’জনকে গ্রেপ্তার করে। অক্সফোর্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল রানির মৃত্যুর পরের বিভিন্ন অনুষ্ঠানে এবং রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময়। খবর বিবিসির।

গত রোববার এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে যখন রাজাকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আসীন বলে ঘোষণা করা হচ্ছিল, তখন সেখানে ২২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ আনা হয়।

পরে তাঁকে ছেড়ে দিলেও এডিনবরার শেরিফ কোর্টে পরের কোনো এক তারিখে তাঁকে হাজিরা দিতে বলে। ওই একই দিনে অক্সফোর্ডে সাইমন হিল নামে ৪৫ বছরের এক ব্যক্তিকেও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

অক্সফোর্ডে যখন রাজার সিংহাসনে আরোহণের ঘোষণা দেওয়া হচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলেন, তাঁকে কে নির্বাচিত করেছে। সোমবার আরেক ঘটনায় এডিনবরার রয়্যাল মাইলে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় শান্তি ভঙ্গের অভিযোগে।

ইনডেক্স ফর সেন্সরশিপ বলে একটি সংস্থার প্রধান নির্বাহী রুথ স্মিথ বলেন, এসব গ্রেপ্তারের ঘটনা খুবই উদ্বেগজনক। এ দেশের মানুষ মতপ্রকাশের যে স্বাধীনতা ভোগ করে, এসব অনুষ্ঠানকে অজুহাত হিসেবে দেখিয়ে যেন তা ক্ষুণ্ণ করা না হয়, এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত