পিটিয়ে তরুণী হত্যা, ইরানের নৈতিকতা পুলিশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৮  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৮

সম্প্রতি এক তরুণীকে হিজাব পরা নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের এ বাহিনীর ওপর নিষেধাজ্ঞার কথা জানায়। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, ইরানে নারী নির্য়াতন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র ইরানের নৈতিক পুলিশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান মাসা আমিনি। ঠিকমতো হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে তাকে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেফতার করেছিল। খবর আনাদোলুর।

পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তরুণী।

আমিনির বাবার অভিযোগ— তাকে তার মেয়ের মৃতদেহ দেখতে দেয়নি ইরানের পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত