দেশে অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা
এবার চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি করোনা ভাইরাস টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোববার (৬ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সিনোভ্যাকের টিকাটির দুই ডোজ প্রয়োগ করা যাবে। প্রথম ডোজ দেওয়ার দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এছাড়া টিকাটি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
এর আগে আরও চারটি করোনা টিকার জরুরি অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুতনিক ভি, চীনের সিনোফার্ম ও ফাইজার/বায়োএনটেকের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত