রাশিয়ার জন্য যুদ্ধরত বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছেন পুতিন

| আপডেট :  ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২১  | প্রকাশিত :  ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২১

রাশিয়ার জন্য যুদ্ধরত বিদেশিদের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার তিনি ওই আইনে স্বাক্ষর করেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিদেশি নাগরিক যারা কমপক্ষে এক বছরের সামরিক চুক্তিতে স্বাক্ষর করবেন তারা পাঁচ বছরের জন্য রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে বসবাসের যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেটি ছাড়াই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

শনিবার আরেকটি আইনে স্বাক্ষর করেছেন ‍পুতিন। ওই আইন যেসব রুশ সেনারা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাবে, যুদ্ধ করতে অস্বীকার করবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের জন্য ১০ বছরের সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে।

আগের আইন অনুযায়ী এইসব অপরাধের জন্য পাঁচ বছরের সাজার বিধান ছিল।

ইউক্রেনের কয়েকজন রুশ সৈন্য যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর ও সম্মুখযুদ্ধে যোগদান এড়াতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরের এর এই আইন প্রণয়নের খবর সামনে এলো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত