ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

| আপডেট :  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৩  | প্রকাশিত :  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুই ছাত্র সংঘটনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বিভিন্ন দাবিতে দুটি ছাত্রসংগঠনেরই উপাচার্যের সাথে সাক্ষাৎ কর্মসূচি ছিল। সোমবার ছাত্রলীগের কর্মসূচির একটি অনুলিপি গণমাধ্যমে পাঠায়। অন্যদিকে ছাত্রদলও উপাচার্যের সাথে সাক্ষাৎ করার কথা জানায়। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।

বিকাল সোয়া চারটার দিকে নীলক্ষেত দিয়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে। এর আগে থেকেই ভিসি চত্বরে অবস্থান নিয়ে ছিল ছাত্রলীগ। দু‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিলে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় স্যার এ এফ রহমান হল সংলগ্ন এলাকায় ছাত্রদলের একাধিক কর্মীকে মারধর করা হয়।

সংঘর্ষের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেন। ছাত্রলীগ নেতারা বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচির সামনে এসে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুবিধা নিতে চাইছে। এটি প্রতিহত করতে ছাত্রলীগ প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ছাত্রদলকে সাধারণ জনতা ধোলাই দিয়েছে। তাদের কর্মকাণ্ডে বিরক্ত সবাই। এ ঘটনায় ছাত্রলীগ দায়ী নয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত