দুমকিতে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বাল্যবিয়ে প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজন করা হয়। দুমকি উপজেলা প্রশাসন ও ব্র্যাকের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল ইমরান, সঞ্চয়লনায় ছিলেন সদস্য সচিব মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সাহিদা আক্তার আরও উপস্থিত ছিলেন- দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো: শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ,বিভিন্ন ইউনিয়নের কাজী, মজিদের ইমামদের উপস্থিততে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল সালাম বলেন তার থানায় ২০২২ সালে বাল্যবিবাহ সংক্রান্ত কোন মামলা হয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত