প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পটুয়াখালী জেলা ছাত্রলীগের মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ
পটুয়াখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান (আরিফ) এর নেতৃত্বে পটুয়াখালী সরকারি কলেজ মসজিদ ও ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মোঃ তানভীর হাসান (আরিফ) বলেন, রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশে নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনা এক ফিনিক্স পাখি। তিনি পঞ্চাশোর্ধ বয়সী বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা ও সক্ষমতার প্রোজ্জ্বল প্রতীক। তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশকে তিনি পৌঁছে দিয়েছেন আলোকোজ্জ্বল এক স্বপ্নের সরণিতে। বহু ঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত জাতির মননে তিনি গেঁথে দিয়েছেন মর্যাদাপূর্ণ এক লক্ষ্যের পানে এগিয়ে যাবার সুতীব্র আকাঙ্ক্ষা।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, পটুয়াখালী পৌর শাখা ছাত্রলীগ সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত